সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী আটক

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। রাত সোয়া ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক।

তিনি জানান, রাত পৌনে ১০টায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক–ই–ইলাহীকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা বলা যাচ্ছে না।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মামলা রয়েছে। তৌফিক-ই-ইলাহী বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন। তার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

 

 

সংবাদটি শেয়ার করুন...

  • জ্বালানি উপদেষ্টা
  • তৌফিক-ই-ইলাহী
  • সাবেক প্রধানমন্ত্রী