TadantaChitra.Com | logo

৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর

প্রকাশিত : সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১০:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর

বৈষম্যবিরোধী আন্দোলনের উত্তাল ঢেউ, আওয়ামী লীগ সরকারের পতন; অন্তর্বর্তী সরকার গঠনের মত ঘটনাবহুল আড়াই মাস পেরিয়ে আবার ক্লাস শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বাসস লিখেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভা থেকে সিদ্ধান্ত এসেছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। উপাচার্য নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভায় গৃহীত এই সিদ্ধান্ত পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।

তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিন কমিটির সুপারিশক্রমে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে বিভাগ/ ইনস্টিটিউট/ অনুষদ ও কেন্দ্রীয় পর্যায়ে ইতোমধ্যে গৃহীত প্রস্তাবনাসমূহ, যা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে, সে ব্যাপারে সিন্ডিকেট সভাকে অবহিত করা হয়।

সিন্ডিকেট সদস্যরা এতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। নাম প্রকাশ না করার শর্তে সিন্ডিকেটের এক সদস্য বলেন, সভার শুরুতে নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয় শুরু করতে অংশীজনদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। পরে ক্লাস শুরুর বিষয়ে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত হয়।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।