হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত পণ্য আমদানি-রপ্তানিসহ বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন। তিনি জানান, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আজ (সোমবার) সকাল থেকে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্ধ আছে বন্দরের সকল কার্যক্রম। একদিন বন্ধের পর আগামীকাল ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার আবারও আমদানি-রপ্তানি পূর্বের নিয়মে শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন...

  • আমদানি-রপ্তানি
  • পবিত্র ঈদে মিলাদুন্নবী
  • ভারত পণ্য আমদানি
  • হিলি স্থলবন্দর