TadantaChitra.Com | logo

৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্লেব্যাকে ফিরছেন আদনান সামি

প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১১:১৭

প্লেব্যাকে ফিরছেন আদনান সামি

গায়ক আদনান সামির জনপ্রিয়তা পুরো উপমহাদেশ জুড়েই। অসংখ্য গানে মুগ্ধ করেছেন তিনি। নব্বই দশকের ক্যাসেট ও মিউজিক ভিডিওতে সামির গানে বুঁদ হয়নি এমন দর্শকশ্রোতা খুব কমই পাওয়া যাবে। তবে ২০১০ সালের দিক থেকে গানের জগতে নিজের অস্তিত্ব হারাতে থাকেন তিনি। এরপর একরকম লাপাত্তাই হয়ে যান সামি।

মাঝে তার বিশালদেহী শারীরিক গড়ন নিয়েও শুরু হয় নানাচর্চা। এরপর হঠাৎ স্লিম ফিগার লুকে হাজির হয়ে তাক লাগিয়ে দিলেও গানে আর সেভাবে ফেরেননি। অবশেষে দীর্ঘ ৯ বছর বিরতির পর হিন্দি সিনেমার প্লেব্যাকে ফিরছেন সামি। কাজ করবেন ‘কাসুর’ এবং ‘ভিকি অউর বিদ্যা কা ওয়ালা’ নামে দুইটি সিনেমায়। খবর হিন্দুস্তান টাইমসের। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্লেব্যাকে কামব্যাক প্রসঙ্গে সুখবর দিলেন আদনান সামি। মহাতারকা গায়ক জানান, তার সময়ের দরকার ছিলো। তাই বিশ্রামে ছিলেন।

এসময় কোনো প্ল্যানও ছিল না, হিসেবও ছিল না বলে জানালেন তিনি। তিনি বলেন, তার নিজের জন্য সময়টা দরকার ছিল নিজেকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য, নতুন গানের জন্য নিজেকে তৈরি করার জন্য। নতুন গানের যে ধারা আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হতে সময় নিয়েছেন জানিয়ে সামি বলেন, কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে! সামি বলেন, ‘আসলে সময় বড্ড দ্রুত কেটে যায়।

আমার তো আজও মনে হয়, এইতো সেদিন বজরঙ্গী ভাইজান হলো আর তাতে আমি ভর দো ঝোলি গাইলাম।’ অনেকটা সময় গড়ালেও তিনি তার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত বলে জানালেন এই তারকা । তিনি আরও জানান, তিনি এখন কাজের জন্য একেবারে প্রস্তুত। বিশ্বজুড়ে নানা জায়গায় তিনি এখন কনসার্ট করে বেড়ানোর পাশাপাশি আবার রেকর্ডিং ফেজে ফিরেছেন বলেও জানালেন তিনি।

সামি জানালেন, এখন তিনি স্বাধীনভাবে কিছু গান বানাচ্ছেন এবং এটা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে কিছুটা অলস হয়ে গেছেন বলে জানান সামি। তার ৩৫ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান গেয়েছেন তিনি। গায়কের কাছে গান শুধু ব্যবসা নয়, ভালো লাগা বা ইমোশনাল একটা জায়গা বলেই মনে করেন এ গায়ক।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।