মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে হিনা খানের শরীরে। ক্যানসারের তৃতীয় ধাপ চলছে তার। চলছে কেমোথেরাপি। লড়াইটা সহজ নয়। তবুও অদম্য মনের জোর। মানসিক শক্তি তাকে এতটুকু টলাতে পারেনি। তাই তো এই অসুস্থ শরীরেও মার্জার সরণিতে কনে সাজে বাজিমাত করলেন হিনা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিনা খান আহমেদাবাদে টাইমস ফ্যাশান উইক ২০২৪-এ কনে সেজে ব়্যাম্পে হেঁটে বাজিমাত করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সে ভিডিও দেখে কুর্নিশ জানিয়েছেন হিনার ভক্তরা। শুধু তাই নয় এই অদম্য মনের জোরের প্রশংসাও করেছেন অনেকে।
ভিডিওতে দেখা যায়, লাল লেহেঙ্গায় বধূবেশে হিনার পায়ে আলতা। দিব্যি আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে আগের মতোই হাঁটছেন তিনি।
এর আগে ইনস্টাগ্রামে হিনা খান তার পোস্টে লেখেন, কঠিন যুদ্ধে জয়ী হতে গেলে সমসাময়িক কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধে জেতার জন্য নিজেকে সম্ভাব্য সবরকম পরিস্থিতির জন্য তৈরি করব। আমি আমার চুল পড়া শুরু হওয়ার আগেই তাই তাকে কেটে ফেলেছি।
কারণ আমি কয়েক সপ্তাহ পর থেকে এই চুল পড়া, আর তাকে ঘিরে থাকা মনখারাপ সহ্য করতে পারতাম না। তাই, আমি আমার কাছে ভেঙে পড়ার আগেই অলংকার ছেড়ে দেয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আমি এটাও উপলব্ধি করেছি, যে আমার আসল অলংকার হলো আমার সাহস, আমার শক্তি এবং আমার নিজের প্রতি আমার ভালোবাসা। ২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন।
‘নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা শুভ সংঘের সবজির বীজ প্রদান’
এ বছর এক একর জমিতে ব্যাংক লোন করে সবজি চাষ......বিস্তারিত