দুপুর থেকে চলবে মেট্রোরেল

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে চলবে মেট্রোরেল। প্রতিষ্ঠানটি জানায়, বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে চলাচল করবে দ্রুতগতির এ গণপরিবহন। এছাড়া মেরামত শেষ হওয়ায় আজ থেকে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে চলাচল করবে দ্রুতগতির এ গণপরিবহন। একইসঙ্গে বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) মেট্রো ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল করবে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর-১০ স্টেশন চালু হতে এক বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েক’শ কোটি টাকা বলে জানিয়েছিলো তৎকালিন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র দুই মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।

 

সংবাদটি শেয়ার করুন...

  • ডিএমটিসিএল
  • মেট্রোরেল