ফের বিয়ের পিঁড়িতে সানাই; দেনমোহর ১ কোটি ১ লাখ ১ টাকা

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ফের বিয়ের পিঁড়িতে বসলেন বহুল আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। রবিবার (২২ সেপ্টেম্বর) ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন হয়। বরের নাম নাম সোহেল এফ খান। তার গ্রামের বাড়ি কুমিল্লা। ছয়টা চেইন রেস্টুরেন্ট মালিক তিনি।

সানাই মাহবুব জানান, মনের মতো একজন যোগ্য জীবনসঙ্গী পেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই। খুব ছোট পরিসরে বিয়ে সারলাম। পরবর্তী সবাইকে নিয়ে একটা গেটটুগেদার আয়োজন করা হবে। উল্লেখ, এর আগে সানাই মাহবুব নীলফামারীর ছেলেকে বিয়ে করেন সানাই মাহবুব।

২০২২ সালে ২৭ মে আবু সালেহ মুসার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। আগের স্বামী একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন।

সংবাদটি শেয়ার করুন...

  • ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহর
  • বিয়ের পিঁড়ি
  • সানাই মাহবুব