রাজবাড়ীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। রোববার দিনগত রাতে বন্যা খাতুন নামের ওই নারীর মৃত্যু হয়। তিনি রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। এঘটনায় ওই গৃহবধূর স্বামী আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ।
ওই নারীর শাশুড়ি রাহেলা জানান, তাঁর ছেলে আব্দুর রশিদ ইট ভাঙার কাজ করে। রোববার দিবাগত রাতে খাবার খেয়ে ছোট ছেলেকে নিয়ে দুজনেই ঘুমিয়ে পড়েন।
ভোর রাতে বন্যার ছোট ছেলে কান্নাকাটি শুরু করে। তখন তিনি উঠে গিয়ে দেখেন তার নাতি কান্না করছে, তাঁর পুত্রবধূকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। এরপর বন্যার মাথায় পানি দেন। তাতেও বন্যার জ্ঞান ফিরে না আসায় তাঁকে রাজবাড়ী সদর হাসপালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এক প্রশ্নের জবাবে রাহেলা বলেন, ‘এগারো বছর আগে বন্যা ও রশিদের বিয়ে হয়। তাদের দুই ছেলে সন্তান রয়েছে। মাঝে মধ্যে তাদের দুজনের ঝগড়া হতো। কিন্তু কখনও মারধর করত না।’ বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। এঘটনায় ওই নারীর স্বামী আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
‘নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা শুভ সংঘের সবজির বীজ প্রদান’
এ বছর এক একর জমিতে ব্যাংক লোন করে সবজি চাষ......বিস্তারিত