TadantaChitra.Com | logo

৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের সব পরিবার পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান

প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১০:৩১

দেশের সব পরিবার পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত গণ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোমবার স্বৈরাচারের পতন ও গণতন্ত্রের পথে যাত্রা এবং শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান উপলক্ষে কিশোরগঞ্জে বিশাল ‘গণসমাবেশে’ ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিকেল ৩টায় জেলার পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এই গণসমাবেশ শুরু হয়। দেশের প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তা দেয়ার জন্য স্বপ্নের প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, পরিবারের মা অথবা গৃহিণীর নামে এই কার্ড প্রদান করা হবে। রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ডটি পাবেন। প্রাথমিকভাবে গ্রামের সুবিধাবঞ্চিতরা এর আওতায় আসবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ফ্যামিলি কার্ড’ সবাই পাবেন বিধায় কোনোপ্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে গ্রামের সুবিধাবঞ্চিতদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন হলেও পরবর্তী সময়ে সকলেই এর প্রাপক হবেন।

একটি পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ চারজন বিবেচনায় এই কার্ডটি বিতরণ করা হবে। স্বৈরাচারের পতন হলেও তাদের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে মন্তব্য করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের ছাড়া আন্দোলনরত সকল রাজনৈতিক দলকে নিয়ে আগামীতে দেশ পরিচালনা করতে চাই। স্বৈরাচারের পতন হলেও এখনো তাদের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

তিনি বলেন, আগামীতে সবাইকে নিয়ে দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে হবে। বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই। তিনি আরো বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের লাখো লাখো নেতাকর্মী নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে।

শহীদদের রক্তের সাথে কোনো দিন বেঈমানী করা যাবে না। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের প্রধান কাজ হবে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আর যাতে কোনো নব্য স্বৈরাচারের আগমন না ঘটে, সেদিকে সকলকে সজাগ থাকার আহবান জানান তারেক রহমান।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।