TadantaChitra.Com | logo

৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষার্থী হত্যা মামলায় নাট্যনির্মাতা রিংকু কারাগারে

প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১০:৪৮

শিক্ষার্থী হত্যা মামলায় নাট্যনির্মাতা রিংকু কারাগারে

পুলিশের হাতে আটক নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। রিংকুর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠিয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার জামিন শুনানির জন্য রেখেছেন আদালত। শুনানিকালে রাফাত মজুমদার রিংকুকে আদালতে তোলা হয়।

এ সময় চয়নিকা চৌধুরী, আরশ খান, দীপংকর দীপকসহ তার আরও সহকর্মীরা আদালতে হাজির হন। এর আগে, সোমবার রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। তবে সে সময় তাকে আটকের বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি। জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে সুবাস্তুর নগরভ্যালীর সামনে গুলিতে নাইমুর রহমান নিহত হয়।

এ ঘটনায় তার বাবা খলিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে রাফাত মজুমদার রিংকুকে। নির্মাতা রিংকু পরিচালনার পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত। তিনি একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

এদিকে রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তারের খবরে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছেন নাট্যাঙ্গনের মানুষ। এর আগে “রুপান্তর” নামে একটি নাটকের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছিল “রূপান্তর”। এরপরই “ট্রান্সজেন্ডার” ইস্যুতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে নাটকটি।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান নাটকটিতে অভিনয় করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন। শুধু তাই নয়, তাকে নিয়ে বয়কটের ডাক দেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে ১৬ এপ্রিল ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলা হয়। তখন এ বিষয়ে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেছিলেন, “দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেনি।” নাটক নির্মাণ করে রাফাত মজুমদার রিংকু দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।