নিজের সিরিজে বাবাকে তো বটেই, বাবার বন্ধু সালমান খানকেও ক্যামেরার সামনে দাঁড় করিয়ে ছাড়লেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
বলিউড হাঙ্গামা লিখেছে, ২৬ বছরের এই তরুণ তার পরিচালিত ওয়েব সিরিজ ‘স্টারডম’এ শাহরুখ-সালমানকে একসাথে হাজির করেছেন। সেই সঙ্গে রাণবীর কাপুর, ববি দেওল এবং করণ জোহরকেও স্টারডমে কিছু চরিত্র উপহার দিয়েছেন আরিয়ান। তবে এই তারকাভিনেতারা আরিয়ানের সিরিজে ক্যামিও চরিত্র পেয়েছেন।
সালমান এরিমধ্যে তার অংশের দৃশ্যধারণের কাজও শেষ করেছেন। আরিয়ান যে বাবার পথে হাঁটবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন। বরাবর তিনি ক্যামেরার পেছনেই থাকতে চেয়েছেন। গত বছর এই সিরিজে হাত দেওয়ার আগে আরিয়ান বানিয়েছেন নিজের পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপন চিত্রও। ‘স্টারডম’ সাজানো হয়েছে মোট ছয় পর্বে।
মূলত চলচ্চিত্র শিল্পের পটভূমিতেই নির্মিত হচ্ছে সিরিজটি, যেখানে বলিউড তারকাদের জীবনে খ্যাতির ভাল-মন্দ দিক উঠে আসবে। তবে সিরিজ মুক্তির এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
চিত্রনাট্যকার বিলালের সঙ্গে যৌথভাবে সিরিজের গল্প লিখেছেন আরিয়ান। এতে মুখ্য দুই ভূমিকায় কাজ করেছেন অভিনেতা রাম কাপুরের স্ত্রী গৌতমী কাপুর। পরিচালনার কাজ ছাড়াও ‘ডি’য়াভল’ব্র্যান্ড নামে পোশাকের ব্যবসা করেন আরিয়ান। ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছেন শাহরুখ। এছাড়া ২০২২ সালের শেষ দিকে ওই ব্র্যান্ড নামে ভদকা ব্যবসাও শুরু করেন আরিয়ান।
‘নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা শুভ সংঘের সবজির বীজ প্রদান’
এ বছর এক একর জমিতে ব্যাংক লোন করে সবজি চাষ......বিস্তারিত