মানিকগঞ্জের শিবালয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী ব্রিজ এলাকায় গার্মেন্টস কর্মীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবালয় উপজেলার সমেজঘর তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথি আক্তার, বাতেন শেখের স্ত্রী ফুলি বেগম, সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার।
বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি মো. ইব্রাহিম বলেন, ‘ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায় গার্মেন্টসের কর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেন।’ শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার বলেন, আহত রোগীর সংখ্যা এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।
তবে এ পর্যন্ত ২০ জনকে তারা চিকিৎসাসেবা দিয়েছে। এ ছাড়া হাসপাতালে আনার আগেই তিন নারী গার্মেন্টস কর্মী মারা গেছেন।
‘নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা শুভ সংঘের সবজির বীজ প্রদান’
এ বছর এক একর জমিতে ব্যাংক লোন করে সবজি চাষ......বিস্তারিত