বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতকাল বুধবার দেশজুড়ে বৃষ্টি হয়েছে। এর ফলে গরম খানিকটা হলেও কমেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। ঝিরিঝিরি বৃষ্টি চলছে। তবে বৃষ্টি ঝরানো লঘুচাপ দুর্বল হয়ে গেছে। তবে আজও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।
এদিকে দেশের ছয় জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি অনেকটাই কমে গরম আবার বাড়তে পারে।
তবে ১ অক্টোবর থেকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে। চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর মাসব্যাপী আবহাওয়া পরিস্থিতির যে পূর্বাভাস দিয়েছিল, সেখানে বলা হয়েছিল, এ মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এদিকে দেশের ছয় জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
‘নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা শুভ সংঘের সবজির বীজ প্রদান’
এ বছর এক একর জমিতে ব্যাংক লোন করে সবজি চাষ......বিস্তারিত