TadantaChitra.Com | logo

৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আমরা সরকারকে ২টি রোডম্যাপ দিয়েছি, একটি সংস্কার অপরটি নির্বাচন’

প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৮:৪৪

‘আমরা সরকারকে ২টি রোডম্যাপ দিয়েছি, একটি সংস্কার অপরটি নির্বাচন’

অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি হচ্ছে সংস্কারের জন্য রোডম্যাপ। সেটা নির্দিষ্ট হতে হবে কি কি বিষয়ে সংস্কার হবে এবং কতদিনের মধ্যে সংস্কার হবে। এর পরেরটা হলো নির্বাচনী রোডম্যাপ। তবে প্রথমটা যদি সফল হয়, তাহলে পরবর্তীটা ব্যর্থ হবে বলে জানান জামায়াতে ইসলামের আমির ডা. শরীফুর রহমান।ফলে প্রথমটা সফল হলে দ্বিতীয়টা দেরি না করারও আহ্বান জানান তিনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার পর একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ থেকে চলে গেছেন, অনেকে বলে পালিয়ে গেছেন, আসলে পালিয়ে যাওয়া কোন ভালো জিনিষ না। আমি বলি উনি চলে গেছেন। উনি চলে যাওয়ার পর আবার মাঝে মাঝে শুনি যে উনি ঢুকবে, আমি মনে করি যে চলে গিয়ে ভালোই করেছেন। কারণ দেশের মানুষ তাকে ভালোবাসে না। যেহেতু দেশের মানুষ ভালোবাসে না সেহেতু জোর করে আবার ক্ষমতায় বসা বুদ্ধিমতির কাজ হবে বলে মনে করি না।

তিনি আরও বলেন, সেনা কর্মকর্তা তানজীম সারোয়ার খুবই ভালো মানুষ ছিলেন। তার পরিবারের সঙ্গে কথা বলে জানলাম আসলে সে সেনাবাহিনীতে যোগদান করেছিলো জীবনবাজি রাখতেই। আমরা নির্জনের জন্য দোয়া করবো যাতে আল্লাহ তাকে বেহেস্ত দান করেন।

এর আগে আগে বাসায় ঢুকেই তানজীমের পরিবারের সঙ্গে তিনি দীর্ঘসময় কথা বলেন। তার বাবা সারোয়ার জাহান, মা শাহনাজ খান ও বোন তাসনুভা সারোয়ার সূচিকে সঙ্গে নিয়ে নিহত তানজীমের জন্য দোয়া করেন। এ সময় কেন্দ্রীয় ও জেলার জামায়াত এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।