TadantaChitra.Com | logo

৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আর্থিক প্রতিষ্ঠানসমূহের দক্ষতা বৃদ্ধিতে টেমেনোস ও বাহওয়ান সাইবারটেকের সমঝোতা স্বাক্ষর

প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪, ২১:৪৬

আর্থিক প্রতিষ্ঠানসমূহের দক্ষতা বৃদ্ধিতে টেমেনোস ও বাহওয়ান সাইবারটেকের সমঝোতা স্বাক্ষর

বিশ্বজনীন ডিজিটাল রূপান্তরকারী সংস্থা বাহওয়ান সাইবারটেক (বিসিটি)-র সঙ্গে এক ‘মাল্টি-কান্ট্রি মডেল ব্যাঙ্ক ডেভেলপমেন্ট সমঝোতা স্বাক্ষর করার কথা জানালো টেমেনোস (SIX: TEMN)। টেমেনোস কান্ট্রি মডেল ব্যাঙ্কগুলি আর্থিক প্রতিষ্ঠানগুলিকে টেমেনোস সলিউশনের মাধ্যমে দ্রুততর গো-লাইভ অভিজ্ঞতা প্রদান করে এবং পূর্ব-নির্ধারিত ব্যাঙ্কিং কার্যকারিতা তথা দেশ-নির্ভর আঞ্চলিক রূপ প্রদান করে।

এর ফলে খরচ এবং ঝুঁকি দুইই কমে যায়। এই চুক্তির অধীনে বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন, তাইওয়ানের আর্থিক সংস্থাগুলিতে সাম্প্রতিকতম ক্লাউড-নেটিভ প্রযুক্তি এবং এক্সটেনসিবিলিটি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে টেমেনোস কান্ট্রি মডেল ব্যাঙ্কগুলির আরও উন্নতি ঘটাবে এবং বাজারে বিক্রির ব্যবস্থা করবে বিসিটি৷ এ ছাড়া, এই সব ব্যাঙ্কের উন্নতিসাধনের ক্ষেত্রে বিসিটিই হবে টেমেনোস-নির্বাচিত অংশীদার।

কান্ট্রি মডেল ব্যাঙ্কগুলিই টেমেনোসের স্বাতন্ত্র্যের পরিচয় বহন করে এবং এই চুক্তির মাধ্যমে টেমেনোস বর্তমান প্রতিযোগিতার ক্ষেত্রে তাদের স্থান আরও দৃঢ় করতে চলেছে কারণ অংশীদার প্রতিষ্ঠানগুলিও এবার টেমেনোসের মিশ্রণযোগ্য ব্যাঙ্কিং সমাধানসূত্র এবং স্যাস অফারগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মডেল ব্যাঙ্কের সংখ্যা বৃদ্ধি ও উন্নতিসাধন ঘটাতে থাকবে।

৪৫০০ প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল পরিষেবা অনুশীলনকারী এবং পরামর্শদাতার সুবিস্তৃত নেটওয়ার্কের দৌলতে টেমেনোসের গ্রাহক-আধুনিকীকরণ প্রকল্প এগিয়ে নিতে সাহায্য করবে বিসিটি। দেশগুলির আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য টেমেনোস মডেল ব্যাঙ্কগুলিকে আরও বিকশিত করতে বিসিটি আঞ্চলিক প্রয়োগদক্ষতার বিকাশে বিনিয়োগ বাড়াবে। ভুটান, নেপাল, ভারত এবং শ্রীলঙ্কায় টেমেনোসের সামগ্রী ও সমাধানসূত্রগুলির বিপণন ও কার্যকারিতায় সাহায্য করার উদ্দেশ্যে বিসিটি ২০২২ সালে টেমেনোসের সঙ্গে যে কৌশলগত চুক্তি করেছিল নতুন চুক্তি সেই সম্পর্ককে আরও মজবুত করল।

টেমেনোসের চিফ রেভিনিউ অফিসার উইলিয়াম মোরোনি এ প্রসঙ্গে বলেন, “বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন, তাইওয়ান সহ সাতটি দেশের গ্রাহকদের উন্নততর আঞ্চলিক কর্মদক্ষতা এবং পরিষেবা বাড়ানোর জন্য আমরা বিসিটির সঙ্গে কৌশলগত সম্পর্ক প্রসারিত করতে পেরে উৎসাহিত৷ দুই প্রতিষ্ঠানের দক্ষতা এবং সংস্থান কাজে লাগিয়ে আজকের চুক্তি এই সব দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলিকে আরও বেশি দ্রুততা ও ক্ষিপ্রতার সঙ্গে উদ্ভাবনী এবং গ্রাহক-কেন্দ্রিক ব্যাঙ্কিং অভিজ্ঞতা প্রদানে সক্ষম করে তুলবে এবং খরচ এবং ঝুঁকিও কমাবে।”

বাহওয়ান সাইবারটেক-এর সহ-প্রতিষ্ঠাতা, পরিচালক ও গ্রুপ সিইও এস. দুর্গাপ্রসাদ চুক্তি সম্পর্কে বলেন, “টেমেনোসের সঙ্গে হাত মিলিয়ে কান্ট্রি মডেল ব্যাঙ্কের উন্নয়ন ও বিপণনে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। টেমেনোসের সর্বাধুনিক ব্যাঙ্কিং সক্ষমতা এবং প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে চুক্তিভুক্ত সাতটি দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের প্রয়োগ দক্ষতা এবং ডিজিটাল রূপান্তরের লক্ষ্য অর্জনে দ্রুত সাফল্য পাবে। সাম্প্রতিক এই চুক্তি উদ্ভাবনী ব্যাঙ্কিং সমাধানসূত্রের মাধ্যমে এশিয়ার এই নির্দিষ্ট বাজারগুলিতে আর্থিক প্রতিষ্ঠানগুলির ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ হতে চলেছে,যা পর্যায়ক্রমে প্রতিষ্ঠানসমূহের বিকাশ এবং গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করবে।”


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।