TadantaChitra.Com | logo

৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাকরিপ্রত্যাশীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন প্রধান উপদেষ্টার

প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪, ২২:৫০

চাকরিপ্রত্যাশীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন প্রধান উপদেষ্টার

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করেছেন আন্দোলনরতদের একটি প্রতিনিধি দল। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে তারা যমুনায় প্রবেশ করেন।

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা শাহবাগে অবস্থানের পর রাজধানীর রমনা এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিলে এ সংঘর্ষ হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানেগ্যাস নিক্ষেপ করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাসান মোহাম্মদ নাসের এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। তবে, বিস্তারিত জানি না। আমি একটি মিটিংয়ে আছি।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে কল করেও তাকে পাওয়া যায়নি। এরপর থানার পরিদর্শক (তদন্ত ও অপারেশনের দায়িত্বে থাকা) এর মোবাইলফোনে করা হলে তিনি একটি মামলার তদন্তে ঢাকার বাইরে আছেন বলে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। জানা গেছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সোমবার দুপুরের দিকে শত শত যুবক রমনায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যান।

এ সময় প্রধান উপদেষ্টার বাসভবনের গেট বরাবর যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু, তারা পুলিশি বাধা উপেক্ষা করে এগোতে থাকলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের উদ্দেশে টিয়ারশেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে শুরু করে। কাঁদানে গ্যাস পাশাপাশি তাদেরকে লাঠিচার্জ করা হয় বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।