TadantaChitra.Com | logo

১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে অধ্যক্ষের অপসারণের দাবি শিক্ষার্থীদের

প্রকাশিত : অক্টোবর ০৪, ২০২৪, ১২:৪২

নরসিংদীতে অধ্যক্ষের অপসারণের দাবি শিক্ষার্থীদের

নরসিংদীর বেলাবতে অবস্থিত নারায়াণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নূর হোসেন এর অপসারণ করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অত্র কলেজের শিক্ষার্থীরা। জানা যায়,অত্র কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক সৈয়দ নূর হোসেনকে অবৈধভাবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার সংবাদ শুনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,এই শিক্ষক প্রতিষ্ঠানের নানা দূর্নীতির সাথে জড়িত। ইতিপূর্বে দূর্নীতির দায়ে ২০২৩ সালে কলেজ কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে,পরে আত্মপক্ষ সমর্থন করে ক্ষমা চাইলে তাকে পুনরায় চাকুরীতে বহাল করেন।

এমন একজন দূর্নীতিবাজ,শিক্ষার্থীদের সাথে অসদাচরণকারী,প্রতিষ্ঠান বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ব্যক্তিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করার জন্যে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি,তা নাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষনা করবো।কোনো দুর্নীতিবাজকে আমাদের কলেজে অধ্যক্ষের চেয়ারে বসতে দিবনা।

উনার অধ্যক্ষের দায়িত্ব পালন হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শ লালনকারী ছাত্রজনতা এবং সর্বসাধারণের আদর্শ পরিপন্থী। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক অত্র কলেজের একজন প্রভাষক বলেন,এই দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করতে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।