
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্পোর্টস কমপ্লেক্স ফর পিপল উইথ স্পেশাল নিডস (scpsn) প্রকল্পের অর্থ আত্মসাতের নজিরবিহীন দুর্নীতির অভিযোগ রয়েছে প্রকল্প পরিচালক উপসচিব (ডিএস) আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।
এ প্রকল্পে যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে প্রকল্প পরিচালক হতে হবে এমন নিয়ম রয়েছে থাকায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সুপারিশে তাকে এই প্রকল্পে নিয়োগ দেওয়া হয়।
প্রকল্পের জন্য একটি গাড়ি কেনা হলেও তিনি গাড়ি ভাড়ার নামে মাসে দুই লাখ টাকা আত্মসাৎ করেন বলেও অভিযোগ রয়েছে। এই প্রকল্পের ডিপিপিতে বরাদ্দকৃত টাকা তিনি বিভিন্ন ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেন। প্রকল্পের ইলেক্ট্রো-মেকানিক্যাল অংশ শুরু হওয়ার আগেই তিনি তার ভাইকে নিয়োগ দেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপূর্ত বিভাগের অধীনে ভিত্তিপ্রস্তর স্থাপন, ফলক স্থাপন ও লজিস্টিক্যাল সাপোর্টের উদ্বোধন করলেও তিনি ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ১০ লাখ ১৭ হাজার টাকা আত্মসাৎ করেন।
এর আগে তিনি তেজগাঁও এসি ল্যান্ডের দায়িত্ব পালন করেন। সেখানেও তিনি নজিরবিহীন দুর্নীতি করেছেন। অনেক মিডিয়া তার দুর্নীতির খবর প্রকাশ করলেও সাবেক সমাজকল্যাণমন্ত্রীর আশীর্বাদে তিনি পার পেয়ে যান।
এ কর্মকর্তার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অভিমত জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তার দুর্নীতির বিষয়ে ফোন করা হয়েছে, তবে তিনি ফোন রিসিভ করেননি।
