দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে—গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে নিয়ে এই লাইনটিই বোধহয় সবচেয়ে প্রাসঙ্গিক। এক সময়ের দুই বন্ধু অলিখিতভাবে অবস্থান নিয়েছেন দুই মেরুতে। বিশ্বকাপে তামিমের জায়গা না পাওয়া, গণমাধ্যমে তামিমকে নিয়ে সাকিবের সরাসরি বলা আপত্তিকর নানা কথায় অস্বস্তিতে পড়েছিল ক্রিকেটাঙ্গন।
এরপর বছর গড়িয়েছে। তামিম এখনও ফেরেননি আন্তর্জাতিক ক্রিকেটে। এর মাঝে সাকিব অবসর নিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে। নিয়তির অদ্ভুত খেলায়, ভারতে সাকিবের সম্ভাব্য শেষ টেস্টে ধারাভাষ্য কক্ষে ছিলেন তামিম। ক্রিকেটে না ফেরা দেশসেরা ওপেনার এখন আন্তর্জাতিক মঞ্চে ধারাভাষ্য দিচ্ছেন। চলমান বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় ভারতে আছেন বাঁহাতি এই ব্যাটার।
সেখানেই সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর ক্রীড়া সাময়িকী স্পোর্টস্টারকে। স্পোর্টস্টারে আজ বুধবার (৯ অক্টোবর) প্রকাশিত হয়েছে তামিমের সাক্ষাৎকারটি। সাকিবের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে লম্বা সময় পর খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তিনি জানান, যেকোনো সম্পর্কে উত্থান-পতন থাকবেই। তবে, যখন দেশের বিষয় সামনে আসবে তখন পরিস্থিতি বদলে যায়।
তামিম ভাষায়, ‘সম্পর্কে উত্থান-পতন থাকা স্বাভাবিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনাকে নিশ্চিত করতে হবে আপনার কারণে যেন অন্য কারও ক্ষতি না হয়। আমরা দুজনই (সাকিবসহ) দেশের জন্য খেলেছি। কখনোই তাকে নিয়ে গণমাধ্যম বা অন্য কোথাও আপত্তিকর কিছু বলিনি, তাকে দোষ দেইনি।’
এরপর সাকিবকে প্রশংসায় ভাসিয়ে তামিম বলেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, সাকিব দেশের জন্য যা করেছে তা অবিশ্বাস্য। তার সঙ্গে আপনার সম্পর্ক ভালো কিংবা খারাপ যেমনই থাকুক, তাকে এড়িয়ে যেতে পারবেন না। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় তারকা।’
‘চুয়াডাঙ্গার জীবননগরে গণমাধ্যম কর্মিকে ইউএনওর হুমকি, স্থানীয় সাংবাদিক মহলে আতঙ্ক’
এইচ এম হাকিমঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের বাস......বিস্তারিত