আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিল্টন, তাণ্ডব চালাচ্ছে ফ্লোরিডায়

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

অতি প্রবল হারিকেন (ঘূর্ণিঝড়) মিল্টন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে আছড়ে পড়েছে। উপকূলীয় এলাকায় আছড়ে পড়ার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার ছিল। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার এসব তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্যের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার সকালে হারিকেন মিল্টন ক্যাটাগরি ৫ থেকে কিছুটা দুর্বল হয়ে ফ্লোরিডায় ক্যাটাগরি ৩ ঝড় হিসাবে আঘাত হানে। তবে কিছুটা দুর্বল হলেও ফ্লোরিডাতে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড়টি।

উপকূলের কাছাকাছি কয়েক লাখ মানুষ তাদের বাড়িঘর থেকে সরে গেছে এবং ফ্লোরিডার প্রায় এক চতুর্থাংশ পেট্রোল স্টেশনে জ্বালানি নেই। এছাড়া ফ্লোরিডার ২২ লাখ মানুষ ইতিমধ্যেই বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

হারিকেন মিল্টনের আঘাতে রাজ্যটিতে বড় রকমের হতাহত ও ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস জানিয়েছেন, শতাব্দীর ভয়াবহ এই হারিকেন থেকে স্থানীয় বাসিন্দাদের বাঁচাতে নিরাপদ এলাকায় কয়েক ডজন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন। তিনি আরও জানান, হারিকেন মিল্টন স্থলভাগের কাছাকাছি আসার সাথে সাথে ঝড়ের কেন্দ্র থেকে কয়েকশ মাইল দূরে ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে কমপক্ষে ১৯টি টর্নেডো আঘাত হেনেছে।

এতে করে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়াও গেছে। অন্যদিকে ফেডারেল ইমার্জেন্সির মুখপাত্র জ্যাকলিন রোথেনবার্গ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছেন, ফ্লোরিডায় ইতিমধ্যে ১৪০০ জন উদ্ধারকর্মী রয়েছেন। সাতটি ব্যবস্থাপনা দল, ৪০০টি অ্যাম্বুলেন্স, ২০টি হেলিকপ্টার এবং ৬০টি নৌযান প্রস্তুত রয়েছে।

এদিকে, রাজ্যের বৃহত্তম ইউটিলিটি কোম্পানি ফ্লোরিডা পাওয়ার অ্যান্ড লাইট জানিয়েছে যে প্রায় ১৭ হাজার কর্মী নিযুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সাধারণত যুক্তরাষ্ট্রে ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হারিকেনের মৌসুম। এবারের মৌসুমে এখন পর্যন্ত নয়টি হারিকেন আঘাত হেনেছে যার মধ্যে পাঁচটিই আঘাত হেনেছে সেপ্টেম্বরের মধ্যভাগের পরে।

সংবাদটি শেয়ার করুন...

  • ঘূর্ণিঝড় মিল্টন
  • ন্যাশনাল হারিকেন সেন্টার
  • যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা