TadantaChitra.Com | logo

৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছুরিকাঘাতে জখম জাবি শিক্ষার্থী, ফোন টাকা ছিনতাই

প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৪, ১২:০৮

ছুরিকাঘাতে জখম জাবি শিক্ষার্থী, ফোন টাকা ছিনতাই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণীবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী রাসেল আহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের এমএইট গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। জানা গেছে, সাভার থেকে রিকশায় করে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী।

এমএইচ গেটের কাছাকাছি আসলে ছিনতাইকারী রিকশা আটকে মোবাইল ফোন এবং সঙ্গে থাকা প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা রাসেলের ডান কোমরের ওপরে ছুরিকাঘাত করে জখম করে পালিয়ে যায়। আহত শিক্ষার্থী এমএইচ গেটের গার্ডদের জানানোর পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম ও নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী ঘটনাস্থলে যান।

সেখান থেকে রাসেলকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার ক্ষতস্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, এ ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে। এর স্থায়ী সমাধান প্রয়োজন। আজকের ঘটে যাওয়া ব্যাপারটি পুলিশকে জানানো হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ বলেন, ‘আমরা ইতোমধ্যে ওই এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নিয়েছি। সাভার সার্কেল পুলিশের সঙ্গে এ নিয়ে দুবার আলোচনা হয়েছে। আজকে দ্বিতীয়বার কথা বললাম। পূজার দশমী উদযাপনের পর এ বিষয়ে কার্যকরী পদক্ষেপগুলো দৃশ্যমান হবে।’

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।