
ভোলা প্রতিনিধিঃ ভোলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ও গোপন সংবাদের মাধ্যমে এস আই শান্তুনু দেবনাথের নেতৃতে ভোলা ওয়েস্টার্ন পাড়া ৭ নং ওয়াড থেকে ৪০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও ছাএলীগ কর্মী জাকারিয়া হোসেন (অমি) সহ ৩ ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়। এ ছারা অন্য ২ ব্যবসায়ী হল ভোলা পৌর ছাএলীগ নেতা মোঃ সানি ও রকি। পুলিশ জানায়, তারা ৩ ব্যবসায়ী বড় অাকারে ইয়াবার চালান ভোলা অানতে গোপন বৈঠক করছিল। এ ছারা অারেক অভিযানে অার ১জন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার হয়। অমি ও সানির এলাকাবাসীরা জানায়, তারা দীর্ঘ দিন যাবত ইয়াবা ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত। ক্ষমতাশীন দল আওয়ামীলীগ এর ছাএ সংগঠন ভোলা জেলা ছাএলীগ এর রাজনীতির সাথে জড়িত থাকায় তারা যেকোন অপরাদ করার পরও সর্বমহলে ছাড় পেয়ে দাপিয়ে বেড়ায়। ভোলার ডিবি পুলিশ অাসামীদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে কোর্টে চালান করলে বিজ্ঞ আদালত অাসামীদের জেল হাজতে পাঠিয়ে দেয়।
