সরকারি চাকরিতে নারীদের ৩৭ বছর করার ব্যাখ্যা দিলো কমিশন

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

জনপ্রশাসন সংস্কার কমিশন চেয়ারম্যান মুয়ীদ চৌধুরী বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ ও নারীর ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে কেন এই সুপারিশ করা হয়েছে সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন।

মুয়ীদ চৌধুরী আরও বলেন, ‘মেয়েদের একটু আলাদা করে বেশি বয়স দেওয়া হয়েছে। মেয়েদের আমরা এই কারণে দিয়েছি যে, মেয়েদের ছেলেদের মতো ওই বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না। ফ্যামিলি অব্লিগেশন্স থাকে, বিয়ে হয়ে যায়, বাচ্চা-কাচ্চা হয়। তাই তারা যেন আসতে পারেন। এছাড়া আমাদের নারী কর্মকর্তার সংখ্যা তুলনামূলক কম। কোটা আছে, কিন্তু অতটা ফুলফিল হয় না এখনও।’

এর আগে গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবির বিষয়টি পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। কমিটির প্রধান করা হয়েছিল সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। কমিটির সদস্যসচিব ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটিতে আরও তিনজন সদস্য ছিলেন।

নারীদের বয়স দুই বছর বেশি করার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, আরও অধিকসংখ্যক নারী যেন চাকরিতে আসতে পারেন, সেজন্য তারা এই সুপারিশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন...

  • চাকরিতে প্রবেশের বয়সসীমা
  • জনপ্রশাসন সংস্কার কমিশন
  • নারীদের ৩৭ বছর
  • সরকারি চাকরি