দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে। সেখানে সাকিব আল হাসানের নাম আছে। বিদায়ী টেস্ট খেলতে বৃহস্পতিবার তার দেশে ফেরারও কথা। সবকিছুই অনুমিত পথে এগোচ্ছিল। কিন্তু হুট করেই নানা গুঞ্জন ও অনিশ্চয়তার কথা ছড়িয়ে পড়ে কিছু সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে।
সেসব নিয়ে সাকিব নিজে বা সংশ্লিষ্ট কেউই মুখ খুলছেন না। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার রাতে ঢাকায় পা রাখার কথা সাকিবের। কিন্তু বুধবার রাতে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, দুবাইয়ে যাত্রাবিরতিতে থাকা এই ক্রিকেটারকে দেশ থেকে বার্তা পাঠানো হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত যেন তিনি দেশের পথে উড়াল না দেন। নিরাপত্তাজনিত কারণেই এই নির্দেশনা পাঠানো হয়েছে বলে সেসব খবরে বলা হয়।
মুহূর্তের মধ্যে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে এই ব্যাপারে সাকিবকে জিজ্ঞেস করা হলেও কোনো উত্তর তিনি দেননি। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এখন দুবাইয়েই আছেন আইসিসির সভায় অংশ নেওয়ার জন্য। তার কাছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো জবাব তার কাছ থেকে মেলেনি।
‘গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, যানজট’
গাজীপুরের চান্দন এলাকায় টি এন্ড জেড অ্যাপারেল লিমিটেড পোশাক কারখানার......বিস্তারিত