TadantaChitra.Com | logo

২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আদাবরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৪, ০৯:২৭

আদাবরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ঢাকা মহানগর উত্তরের আদাবর থানার অন্তর্গত ১০০ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস মাতব্বর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন ওর রশীদ, কেন্দ্রীয় যুব সংহতির আহবায়ক।

আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিজেপির আহব্বায়ক মোঃ নজরুল ইসলাম খোকন সরকার। সভায় ঢাকা মহানগর উত্তর বিজেপির সদস্য সচিব ইন্জিনিয়ার মোঃ আলী, বিজেপি ও অংগসংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও আদাবর থানার অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির নেতৃত্বকে আরও সুদৃঢ় করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান জাতীয় পার্টি বিজেপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস মাতব্বর। তিনি আরো বলেন কোনো ষড়যন্ত্রই জাতীয় পার্টির অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। সকলের সমান এবং স্বতস্ফূর্ত অংশগ্রহণই পারে জাতীয় পার্টির ভিত্তি এবং নৈতিক আদর্শকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে।

সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর নেতৃবৃন্দ, আদাবর থানার সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিবগণ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।