TadantaChitra.Com | logo

৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাকেরের অভিষেক, ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৪, ১১:৫৮

জাকেরের অভিষেক, ব্যাটিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ৩ স্পিনার, ১ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। ব্যাটিং গভীরতা বাড়ানো হয়েছে জাকের আলী অনিককে নিয়ে। সর্বশেষ টেস্ট ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচের একাদশে ৩টি পরিবর্তন আনা হয়েছে।

সাকিব আল হাসানের জায়গায় জাকের, জাকির হাসানের জায়গায় মাহমুদুল হাসান জয় এবং সৈয়দ খালেদ আহমেদের জায়গায় অফস্পিনার নাঈম হাসান এসেছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তিনি রাজনৈতিক জটিলতায় দেশে আসতে না পারার কারণে তরুন বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে দলে নেওয়া হয়। তাকে অবশ্য অভিষেক ক্যাপ দেওয়া হয়নি। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক পেয়েছেন টেস্ট ক্যাপ।

২৬ বছর বয়সী জাকের ১৯ টি২০ খেলেছেন বাংলাদেশের জার্সিতে। তিনি দেশের ১০৫তম টেস্ট খেলোয়াড় হয়েছেন। ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ কানপুরে। সেই সিরিজের দলে থাকলেও জাকের খেলার সুযোগ পাননি। এবার ঘরের মাটিতেই সুযোগটা পেয়ে গেলেন। সর্বশেষ সেই ম্যাচের একাদশে ৩ পরিবর্তন এসেছে। দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক ক্যাপ পেয়েছেন ম্যাথু ব্রিটজকে।

বাংলাদেশের একাদশঃ মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকার একাদশঃ এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ত্রিস্তান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইন, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটজকে, ভিয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও ডেন পিয়েট।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।