নাটোরের গুরুদাসপুরে যুবলীগের হামলায় বিএনপির ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৬ মাস আগে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিএনপি কর্মী ও চাল ব্যবসায়ী রিজভী আহমেদের কাছ থেকে ৩০ বস্তা চাল বাকিতে নিয়ে যায়। দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ না করায় তার কাছে নিজ পাওনা টাকা চান রিজভী। এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে আলমগীর ও তার সহযোগিরা।
এ ঘটনায় রিজভী থানায় অভিযোগ দায়ের করলে গতরাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে রিজভীর ওপর হামলা চালায় আলমগীর। এসময় আহত হন পৌর ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি ও ছাত্রদলের ১১ নেতাকর্মী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে হামলার পর বিএনপি নেতাকর্মীরা যুবলীগ কর্মীদের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
‘গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, যানজট’
গাজীপুরের চান্দন এলাকায় টি এন্ড জেড অ্যাপারেল লিমিটেড পোশাক কারখানার......বিস্তারিত