দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২৪৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বরিশালে ১৫১ জন, চট্টগ্রামে ২০৭ জন, ঢাকা বিভাগে ২৬০ জন এবং ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে যথাক্রমে ২৭৮ ও ১৬৭ জন নতুন করে ভর্তি হয়েছেন।
এছাড়া খুলনায় ১০৭, রংপুরে ২৩, ময়মনসিংহে ৫১ এবং সিলেটে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। গত এক দিনে ১১৯৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৬ হাজার ৯১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৫২ হাজার ৬৫০ জন সুস্থ হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৭ জনের।
‘গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, যানজট’
গাজীপুরের চান্দন এলাকায় টি এন্ড জেড অ্যাপারেল লিমিটেড পোশাক কারখানার......বিস্তারিত