TadantaChitra.Com | logo

২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাকিবকে বুকে জড়িয়ে ধরলেন মহেশ ভাট

প্রকাশিত : অক্টোবর ২৮, ২০২৪, ১১:১০

শাকিবকে বুকে জড়িয়ে ধরলেন মহেশ ভাট

মুম্বাইয়ে চলছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং। চলতি মাসের ২০ তারিখ থেকেই লাইট-ক্যামেরা, অ্যাকশন পর্ব শুরু হয়েছে।

যদিও শুটিং ইউনিটের সঙ্গে শাকিব খান যুক্ত হয়েছেন ২৪ অক্টোবর থেকে। এরপরই টানা কাজের ব্যস্ততায় ডুবে আছেন এই নায়ক। এরই মধ্যে বরবাদ সিনেমার শুটিং স্পট ইলোরা স্টুডিওতে ঘটে গেছে দারুণ এক ঘটনা। বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাট হাজির হয়েছিলেন শাকিব খানের সিনেমার কর্মযজ্ঞ দেখতে।

বৃহস্পতিবার বিকেলে ইলোরা স্টুডিওতে আসেন হিন্দি সিনেমার প্রখ্যাত এই প্রযোজক। সেখানে এসে প্রথমে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা করেন তিনি। এরপর শাকিব খানের সঙ্গেও দেখা হয় মহেশ ভাটের। নায়ককে প্রথমবারের সাক্ষাতে আলিঙ্গন করেন তিনি। সেখানে দু’জনের মাঝে বেশ কিছুক্ষণ কথোপকথনও হয়েছে।

শুটিং ইউনিটের সঙ্গে থাকা একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ‘বরবাদ’ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বথির চমৎকার সম্পর্ক মহেশ ভাটের। তার কাছ থেকেই শাকিব খানের সিনেমার কথা শুনে শুটিং স্পটে হাজির হন তিনি। এদিকে মহেশ ভাটের সঙ্গে শাকিব খানকে দেখে ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বলিউডের সিনেমায় তাদের প্রিয় নায়ক কাজ করবেন, এমনটাও প্রত্যাশা ব্যক্ত করেছেন। সিনেমার কাজে মুম্বাইয়ে একমাস অবস্থান করবেন শাকিব। তার সঙ্গে বরবাদে দেখা যেতে পারে কলকাতার নায়িকা ইধিকা পালকে। যিনি এই নায়কের সঙ্গে প্রিয়তমা সিনেমায় কাজ করেছিলেন। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শ্যুটিং হবে ভারতে।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।