ইসরায়েল ও তাদের অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম তিন মাসের মধ্যে নিষিদ্ধ করে পার্লামেন্টে বিল পাস করেছে ইহুদি দেশটি।
এর ফলে ইউএনআরডব্লিউএ কর্মীদের সঙ্গে ইসরায়েলি কর্মকর্তাদের যোগাযোগও নিষিদ্ধ হবে; তাতে গাজা ও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে জাতিসংঘ সংস্থাটির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
বিবিসি লিখেছে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে গাজার সব সীমান্ত নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে ইউএনআরডব্লিউএ’র সহযোগিতা অপরিহার্য। সেখানকার ভূমিতে কাজ করা জাতিসংঘের প্রধান সংস্থা এটিই।
নতুন আইনের কারণে ইসরায়েলের ভেতরে ইউএনআরডব্লিউএ কর্মীদের আর আইনি দায়মুক্তি থাকবে না এবং পূর্ব জেরুজালেমে সংস্থাটির সদরদপ্তর বন্ধ হয়ে যাবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “এই আইনগুলো বাস্তবায়ন হলে তা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসন এবং সামগ্রিকভাবে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর হবে।” ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, “এ আইনগুলো ফিলিস্তিনিদের ভোগান্তিকে আরও বাড়িয়ে দেবে।”
ইসরায়েলের নতুন পদক্ষেপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি একে ‘সম্পূর্ণ ভুল’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, নতুন আইন “ফিলিস্তিনিদের জন্য ইউএনআরডব্লিউএর প্রয়োজনীয় কাজকে অসম্ভব করে তুলবে, গাজায় পুরো আন্তর্জাতিক মানবিক সহায়তাকে বিপন্ন করবে।”
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজায় মানবিক ত্রাণ বিতরণে জরুরি ভূমিকা পালন করেছে ইউএনআরডব্লিউএ। ২০ লাখের বেশি মানুষের এই ছিটমহলের প্রায় সবাই সংস্থাটির ত্রাণ ও সেবার ওপর নির্ভরশীল।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ইউএনআরডব্লিউএ কর্মীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।” তবে তিনি বলেছেন, “গাজায় টেকসই মানবিক সহায়তা অবশ্যই থাকতে হবে।”
এক্স পোস্টে তিনি বলেন, “ইসরায়েলের নিরাপত্তার জন্য যাতে হুমকি না হয়, এমনভাবে গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রশ্নে আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।” বিবিসি লিখেছে, ইসরায়েল কয়েক দশক ধরেই ইউএনআরডব্লিউএ’কে নিয়ে আপত্তি জানিয়ে আসছে, সাম্প্রতিক বছরগুলোতে এই বিরোধিতা আরও তীব্র হয়েছে।
‘বাবা-মা’র আশকারায় মাদকাসক্ত ছেলে !’
নিজস্ব প্রতিবেদক: ভোলা পৌরসভার ১ নং ওয়ার্ডের শাহজাহান এর ছেলে......বিস্তারিত