ইসি গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি করে প্রজ্ঞাপন

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের নিয়োগের জন্য একটি অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ইসি গঠনের (নির্বাচন কমিশন) জন্য করা এই সার্চ কমিটির সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে। এ ছাড়া সদস্য করা হয়েছে আরও পাঁচজনকে। এরমধ্যে আছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

দুই বিচারপতি ছাড়া সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা আহমিদা বেগম। এরআগে সার্চ কমিটি পুনর্গঠনের জন্য দুই বিচারপতির নাম প্রস্তাব করা হয় সম্প্রতি। কমিটির সভাপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নামও প্রস্তাব করা হয় তখন।

প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দিতে ৬ সদস্যের সার্চ কমিটির বিধান রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর পরদিনই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পরিবর্তিত পরিস্থিতিতে গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন শপথ নিয়েছিল ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি।

 

সংবাদটি শেয়ার করুন...

  • ইসি গঠন
  • ছয় সদস্য
  • প্রজ্ঞাপন
  • সার্চ কমিটি