আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা শহিদুল কারাগারে

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অধীনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জানা গেছে, গত ৩০ অক্টোবর রাতে তাকে ঢাকার বাইরে থেকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। পরে শাহবাগ থানা পুলিশ আজ সকালে ট্রাইব্যুনালে নিয়ে আসে তাকে।

এর আগে ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এরপর গত ৩০ অক্টোবর মিরপুর জোনের সাবে ডিসি মো. জসিম উদ্দিন মোল্লাকে হাজির করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে কাউকে ট্রাইব্যুনালের অধীনে গ্রেফতার দেখানো সেটাই ছিল প্রথম ঘটনা।

 

সংবাদটি শেয়ার করুন...

  • আশুলিয়ায় ৪৬ লাশ
  • পুলিশ কর্মকর্তা শহিদুল
  • লাশ পোড়ানোর ঘটনা