ডিবি প্রধানের নাম ব্যবহার করে হুমকি-ধামকি: ডিএমপির সতর্কতা

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

সম্প্রতি ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে নানারকম হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বিষয়টি জানতে পেরে সতর্ক থাকার পাশাপাশি নিকটস্থ থানায় জানানোর পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

ডিএমপির এই কর্মকর্তা জানান, ডিবিপ্রধানের নামে বা কখনো তার নিকটাত্মীয়, বন্ধু ও এলাকার লোক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে নানারকম হুমকি-ধামকি দিচ্ছে একটি চক্র।

এছাড়া চক্রটি প্রভাব বিস্তারের চেষ্টায় লিপ্ত রয়েছেন বলে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তি এরূপ ঘটনার সম্মুখীন হলে বিষয়টি তৎক্ষনাৎ ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন), ডিএমপিকে অবহিত করার জন্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

 

সংবাদটি শেয়ার করুন...

  • ডিএমপির সতর্কতা
  • ডিবি প্রধান
  • নাম ব্যবহার