ফের নির্বাচিত ট্রাম্প, ভাঙলেন ১৩১ বছরের রেকর্ড

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ১৩১ বছরের রেকর্ড ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের জিনিউজ এক সংবাদে জানিয়েছে, এই সময়ে তিনিই প্রথম একটানা না হয়ে এক মেয়াদের ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

এছাড়া দেশটির ইতিহাসে তিনিই একমাত্র প্রেসিডেন্ট, যে ইমপিচমেন্টের পরও ফের নির্বাচিত হলেন। রিপাবলিকান ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান। তবে দমে না গিয়ে ফের ভোটে দাঁড়িয়ে আবার এক মেয়াদের ব্যবধানে যাচ্ছেন হোয়াইট হাউজে।

এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে গড়লেন ১৩১ বছরের রেকর্ড। এদিকে পপুলার ভোটেও রেকর্ড গড়েছেন ট্রাম্প। গত ২০ বছরের মধ্যে পেয়েছেন সর্বোচ্চ ভোট। জনপ্রিয়তায় নিজের ঘরে তুলে নিয়েছেন ৫১ শতাংশ ভোটারের রায়। এর আগের গ্রোভার ক্লিভল্যান্ড এক মেয়াদের ব্যবধানে ১৮৮৫ সালে ২২-তম ও ১৮৯৩ সালে ২৪-তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

ট্রাম্পও এক মেয়াদের ব্যবধানে দুইবার জয়ী হলেন। প্রথমবার ২০১৬ সালে ভোটে জয়ী হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫-তম প্রেসিডেন্ট হিসেবে ২০১৭ সালে দায়িত্ব নেন। ৪৭-তম প্রেসিডেন্ট পদে এবার ফের নির্বাচিত হয়ে যাচ্ছেন হোয়াইট হাউজে।

সংবাদটি শেয়ার করুন...

  • ১৩১ বছরের রেকর্ড
  • ডোনাল্ড ট্রাম্প
  • প্রেসিডেন্ট নির্বাচন
  • মার্কিন যুক্তরাষ্ট্র