TadantaChitra.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘবালিকা… সুমি ইসলাম

প্রকাশিত : মার্চ ১২, ২০১৯, ১৫:৪৭

মেঘবালিকা… সুমি ইসলাম

মেঘবালিকা, তোমাকে ভালোবাসি কিনা
এই কথাটা জানার জন্য
তুমি অধির আগ্রহে অপেক্ষায় থাকো।
কিন্তু এই চরম সত্য কথাটা তুমি জানতে পারবে না,
কোনদিনও বুঝতে পারবে না,
তোমার কোমল ঠোঁটে উষ্ণতার
ছোঁয়া দেবার জন্য চঞ্চল হয়ে রই আমি।
আমার বুকের ঠিক মাঝখানে
তোমাকে নিয়ে রাত দিন কি চলে,
সেই অনুভবটা কখনও তোমায় হৃদয়কে স্পর্শ করবে না।
মেঘবালিকা, তোমার চুলের গন্ধ নেবার জন্যকতটা ব্যাকুল থাকি
সেটা কি করে বুঝবে বলো?
তোমাকে একটি বার নিজের মতন করে আলিঙ্গন করতে চাই
সেই ব্যাকুলতার কথা তুমি এ জীবনেও জানতে পারবেনা।
তোমার হৃদপিন্ডের ধিক ধিক করে হার্টবিটের শব্দটা
আমি যোজন যোজন মাইল
দূর থেকেও স্পষ্ট শুনতে পাই,
তোমার না বলা কথা গুলো
তোমার ভ্রমর কালো চোখের দিকে তাকিয়ে,
পড়ে ফেলি এক নিমিষেই।
মেঘবালিকা, আমাকে না পাওয়ার কষ্টটা
তোমার চাইতে আমাকে বেশী কষ্ট দেয়
একটা বিশ্রী দহন কুঁড়ে কুঁড়ে শেষ করে দিচ্ছে
আমি তোমাকে ভালোবাসি,
নিজের করে পেতে চাই,
আমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিতে চাই
কিন্তু পারিনা, আমি পারিনা তোমাকে বলতে আমার সব না বলা কথা
আমি পারিনা বোঝাতে আমার ব্যাকুলতার কথা,
আমি পারিনা লুকাতে আমার চোখের জল
তারপরও তুমি কষ্ট পাচ্ছো সেটা দেখেই যে আমার বড্ড সুখ হয়,
তোমার কষ্টটা যে আমার ভালো থাকার পাথেয়।

কবিতাটি লেখা হয়েছে (২৫,২,২০১৯)


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।