কুমিল্লা জেলায় একটি মাদ্রাসার টয়লেট থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। বুধবার রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাদ্রাসা ছাত্রের নাম তাওহীদ হোসেন (১২)।
সে চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায় গ্রামের খোরশেদ আলমের একমাত্র ছেলে। তাওহীদ মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মাদ্রাসার টয়লেটের ভেন্টিলেটরের সাথে তাওহীদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় মাদ্রাসার এক ছাত্র। পরে, মাদ্রাসা কর্তৃপক্ষ এসে পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তাওহীদের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, সে আত্মহত্যা করেছে। দুপুর ২টায় সে টয়লেটে গিয়েছিলো এবং অনেক খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে কর্তৃপক্ষ জানতে পারে সে টয়লেটে আত্মহত্যা করেছে।
এদিকে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক নাজির আহমেদ ফাহিম সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা (সাংবাদিকরা) কী টাকা পাবেন, শুধু শুধু আমাদের সুনাম নষ্ট করছেন। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘বাগেটহাট চিতলমারী উপজেলা শ্রমিকদলের নতুন কমিটি ঘিরে আলোচনা-সমালোচনা ঝড়!’
স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগ আমলে কয়েকটি মিথ্যা মামলার শিকার হওয়া......বিস্তারিত