TadantaChitra.Com | logo

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্রুত নির্বাচন দিতে না পারলে সরকার ব্যর্থ: গয়েশ্বর

প্রকাশিত : নভেম্বর ০৮, ২০২৪, ২০:১৪

দ্রুত নির্বাচন দিতে না পারলে সরকার ব্যর্থ: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করাই এখন মূল দাবি। এই জনদাবি পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে, তাদের সবই ব্যর্থ হয়ে যাবে।

শুক্রবার বিকেলে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত শোভাযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছে এবং করবে।

জন আকাঙ্খার যে নির্বাচন, সেটা সরকারকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে করতে হবে। তিনি বলেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ আন্দোলন করে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলো।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। পরে গয়েশ্বর চন্দ্র রায় নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।