TadantaChitra.Com | logo

৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কুপ্রস্তাব দেয়ায় রুবেলকে ডেকে নেয় শ্রাবণী, হত্যা করে বিজয়

প্রকাশিত : নভেম্বর ০৯, ২০২৪, ০৯:৫৩

কুপ্রস্তাব দেয়ায় রুবেলকে ডেকে নেয় শ্রাবণী, হত্যা করে বিজয়

মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর রুবেল হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাব। কুপ্রস্তাবে রাজি না হলে অবৈধ সম্পর্কের স্পর্শকাতর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে রুবেলকে মোবাইলে ডেকে নেয় শ্রাবনী। আর কাপড় কাটার কেঁচি দিয়ে হত্যা করে বিজয়। পরে লাশ ও আলামত ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) র‌্যাব-৪ এর একটি দল রুবেল (৩৬) হত্যার মূলহোতা মো. বিজয় (১৯) ও মোছা. শ্রাবনী আক্তারকে (১৮) উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে গ্রেফতার করে। র‍্যাব জানায়, গ্রেফতার বিজয়ের সাথে শ্রাবণী আক্তারের প্রেমের সম্পর্ক ছিলো।

৫ দিন আগে কৌশলে শ্রাবণীর মোবাইল থেকে স্পর্শকাতর কিছু ছবি নিজের মোবাইলে নেয় রুবেল মিয়া। এরপর শ্রাবণীকে অনৈতিক প্রস্তাব দেয়। বিষয়টি জানার পর ক্ষিপ্ত হয় বিজয়। রুবেলকে হত্যার পরিকল্পনা করে।

এরপর গত ৬ নভেম্বর শ্রাবণীকে দিয়ে রুবেলকে নদীর পাড়ে ডেকে নেয়া হয়। পরে ইট দিয়ে মাথায় আঘাত করে ও ছুরিকাঘাতে রুবেলকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় তারা।

নিখোঁজের দুদিন পর গতকাল শুক্রবার দুপুরে ফোর্ডনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে র‍্যাব ও পুলিশ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।