TadantaChitra.Com | logo

৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাফজয়ী নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

প্রকাশিত : নভেম্বর ০৯, ২০২৪, ১৭:০২

সাফজয়ী নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

সাফ জয়ী নারী ফুটবলারদের পুরস্কার হিসেবে ১ কোটি ৫০ লাখ টাকা প্রদান করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৬ অক্টোবর নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে নতুন নির্বাহী কমিটি। সে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় শনিবার।

বাফুফে বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় নারী দলকে পুরস্কার হিসেবে ১ কোটি ৫০ লাখ টাকা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। সভাপতি নির্বাচিত হওয়ার পর ৬ নভেম্বর প্রথমবারের মত বাফুফে ভবনে এসে তাবিথ এম আউয়াল বলেছিলেন, ‘নির্বাহী কমিটির সভায় আলোচনা করে সাফ জয়ী মেয়েদের পুরস্কার ঘোষণা করা হবে।

সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু। নারী দলের সদস্যদের জন্য পুরস্কার ঘোষণা সম্পর্কে তিনি বলছিলেন, ‘খুব শিগরই এক অনুষ্ঠানের মাধ্যমে নারী দলের সদস্যদের পুরস্কার প্রদান করা হবে। দলের সকল সদস্যকেই পুরস্কৃত করা হবে।’ নির্বাহী কমিটিতে থাকা কর্মকর্তাদের কাছ থেকে নেওয়া অর্থ দিয়েই পুরস্কার প্রদান করা হবে।

 

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।