TadantaChitra.Com | logo

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা

প্রকাশিত : নভেম্বর ০৯, ২০২৪, ১৭:০৮

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা

শারজায় দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে শান্তর দল। মুশফিকুর রহিমের বদলে খেলবেন উইকেটকিপার জাকের আলী অনিক। স্পিনার রিশাদ হোসেনের জায়গায় নেওয়া হয়েছে আরেক স্পিনার নাসুম আহমেদকে।

শনিবার (৯ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। খেলাটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

এমনিতেই শারজাহ মাঠ বাংলাদেশের জন্য অপয়া। কখনো কোন ফরম্যাটে টাইগাররা জিততে পারেনি ঐতিহাসিক এ ভেন্যুতে। সঙ্গে দীর্ঘদিনের ব্যাটিং ব্যর্থতাও কম ভোগাচ্ছে না। নতুন দুশ্চিন্তার নাম মোহাম্মদ গাজানফার।

রহস্য স্পিনারের জাদুতে কাবু নাজমুল শান্তর দল। প্রথম ওয়ানডেতে সহজ লক্ষ্যে খেলতে নেমে জয়ের পথে থাকলেও শেষ পর্যন্ত হোঁচট খায় বাংলাদেশ। দলীয় স্কোর ১৩১ রানে পৌঁছানোর পর ১২ রান যোগ করতেই সাত উইকেট হারায় টাইগাররা। ফলে মাত্র ৯২ রানে হেরে সিরিজে পিছিয়ে যায় বাংলাদেশ।

দলের এমন পরিস্থিতিতে একাদশে দুটি পরির্বতন এনেছে বাংলাদেশ। চোট পাওয়া মুশফিকের জায়গায় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দলে ঢুকেছেন জাকের আলী। স্পিনার রিশাদ হোসেনের জায়গায় নেয়া হয়েছে আরেক স্পিনার নাসুম আহমেদকে। জাকের আলী একটি টেস্ট ও ১৯ টি টোয়েন্টি ম্যাচ খেললেও আজকের ম্যাচটির মধ্যদিয়ে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হবে তার। অন্যদিকে রিশাদের জায়গায় সুযোগ পাওয়া নাসুম এই সংস্করণে সর্বশেষ গত বছর বিশ্বকাপে খেলেছিলেন।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহেদি, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নাঙ্গেয়ালিয়া খারাটে ও ফজলহক ফারুকি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।