TadantaChitra.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিশপ্ত জীবন তোমার… সুমি ইসলাম

প্রকাশিত : মার্চ ১৩, ২০১৯, ০৪:২৩

অভিশপ্ত জীবন তোমার… সুমি ইসলাম

তোমাকে বসিয়ে ছিলাম দেবতার স্থানে
এখন তোমায় কোথায় বসায় বলোতো?
তোমায় আমি করেছিলাম বিশ্বাস
তোমার দেওয়া কথাকে ভাবতাম ঈশ্বরের বাণী
তোমায় করেছি পূজা সর্বক্ষন
ডেকেছিলে আমায়, জড়িয়েছিলে আলিঙ্গনে
করেছিলে ভালোবাসায় পরিপূর্ণ
কিন্তু বুঝিনি সেটা ছিলো তোমার অভিনয়
মিথ্যে ভালোবাসার অভিনয়।
আমি তোমাকে অভিশাপ দিচ্ছিনা
তবে তোমার দেওয়া স্মৃতি তোমায় ক্ষমা করবেনা কখনও
তুমি লুকোতে পারবেনা নিজেকে
শান্তি পাবেনা তুমি কোন কিছুতে, কোনখানে যেয়ে,
এগুতে পারবেনা এক পা’ও
পেছনে যাবার সব পথ বন্ধ হবে।
তোমার নামে উঠবে প্রকান্ড ঝড়।
নদীর স্রোত হবে উথাল পাথাল,
সবুজ বৃক্ষ হাড়াবে তার সৈন্দর্য
দক্ষিনা হাওয়া,চাঁদ,জোৎস্না , ফড়িং, প্রজাপতি,
অভিশাপ দেবে তোমায়।
এমনকি বাড়ির সামনের
দাড়িয়ে থাকা ল্যাম্পপোস্টটি ,
তীব্র ধিক্কারে তাকিয়ে রবে তোমার দিকে,
এদের সাক্ষী রেখেই যে একদিন তুমি
কথা দিয়েছিলে আমায়, করেছিলে আলিঙ্গন
তুমি ঘুমোতে পারবেনা, ঘুমোতে পারবেনা আর কখনও,
জেগেও থাকতে পারবেনা
জেগে থাকলেও পাবে নিদারুন কষ্ট,
অভিশপ্ত জীবন তোমার,
অভিশাপের আগুনে পুড়ে শেষ হয়ে যাবে তুমি।

কবিতাটি লেখা হয়েছে (১২.০৩.২০১৯)


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।