TadantaChitra.Com | logo

৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৪, ১৮:০৮

পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

রাজধানীর পল্লবীর বাইগারটেকে ৭ ও ৫ বছর বয়সি দুই ছেলেকে জবাই করে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শনিবার (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটেছে।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটি ঘটছে। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি। মরদেহ দুটি মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

আমাদের প্রাথমিক ধারণা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছেন। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।