TadantaChitra.Com | logo

২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৪, ২৩:১২

ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। দু-দিন পেরুতেই সেই কমিটির ৬ নেতা-নেত্রীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ রোববার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন – সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ নভেম্বর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগসমূহের তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে উল্লেখিত নেতাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

অব্যাহতি পাওয়াদের মধ্যে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া মাহাদী ইসলাম নিয়ন সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতি করতেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপ করার অভিযোগ রয়েছে জেন্ডার ন্যায্যতা ও সমতাবিষয়ক সম্পাদকের পদ পাওয়া সৈয়দা সুকাইনা নাফিসা ওপর।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়। পাশাপাশি, এই তদন্ত প্রক্রিয়া চলমান থাকবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।