
উপদেষ্টা পরিষদ গঠনে কীভাবে নিয়োগ হচ্ছে, সে বিষয়ে ছাত্র-জনতা জানতে চায় বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টাসহ সবার নিয়োগ প্রক্রিয়া
উপদেষ্টা পরিষদ গঠনে কীভাবে নিয়োগ হচ্ছে, সে বিষয়ে ছাত্র-জনতা জানতে চায় বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টাসহ সবার নিয়োগ প্রক্রিয়া জাতির সামনে পরিষ্কার করুন। আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে উপদেষ্টা হয়েছেন? যদি আন্দোলনে শহীদদের ম্যান্ডেট নিয়ে হয়ে থাকেন, তাহলে জেনে রাখুন শহীদদের ম্যান্ডেট হলো আওয়ামী লীগ ও তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।’
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা আয়োজিত ‘ফ্যাসিবাদের কফিন মিছিলের’ আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। বিন ইয়ামিন বলেন, ‘দুই হাজারের বেশি শহীদ ও ৫০ হাজারের বেশি আহতের চাওয়াকে আমাদের মূল্যায়ন করতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও তাদের দোসররা কেন নির্বাচনে অংশগ্রহণ করবে?
পুরনো জঞ্জালকে বিদায় করে যখন রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে, তখন আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির প্রতি রাজনৈতিক দলগুলো হাত বাড়িয়ে দিয়েছে। তারা তাদের নিয়ে নির্বাচন করতে চায়। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ তাদের দোসররা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের ব্যানারে নির্বাচনকারীরা স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে পারবে না। গণহত্যাকারী কর্মকর্তাদের ডিভিশন বাতিল করতে হবে। আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য পরিষ্কার করতে হবে।’
