TadantaChitra.Com | logo

৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় পরীমণির প্রথম স্বামী নিহত

প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৪, ১১:১৫

সড়ক দুর্ঘটনায় পরীমণির প্রথম স্বামী নিহত

সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোররাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি দুই সন্তানের জনক। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’.

নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার বলেন, ‘‘ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিল। শুক্রবার ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।’’

তিনি বলেন, ‘‘ইসমাইলের বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলেছেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।’’

কবির জমাদ্দার আরও বলেন, ‘‘ইসমাইল চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী। তাদের মধ্যে ডিভোর্সের পর ইসমাইল আবারও বিয়ে করেন। সেখানে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।’’ এদিকে, শুক্রবার রাতেই ইসমাইলের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।