রাজধানীর কাকরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তাসনিম ফেরদৌস (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত শিক্ষার্থীর নাম তামিম রহমান (১৯)।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে কাকরাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এসব তথ্য জানান।
মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে তাসনিম মারা যান। অপরজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তাসনিম ছিলেন তিতুমীর কলেজ শিক্ষার্থী। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইসমাঈল মিয়ার ছেলে। সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী তামিম। তারা দুজন ওয়ারীর যুগীনগর এলাকায় থাকতেন।
‘বাবা-মা’র আশকারায় মাদকাসক্ত ছেলে !’
নিজস্ব প্রতিবেদক: ভোলা পৌরসভার ১ নং ওয়ার্ডের শাহজাহান এর ছেলে......বিস্তারিত