
ভারতের মুম্বাইয়ে একটি সরকারি বাসের ধাক্কায় তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (৯ ডিসেম্বের) স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, বাসটি দ্রুত গতিতে এসে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। খবর এনডিটিভি
পৌর কর্তৃপক্ষ নিউজ সংস্থা পিটিআইকে জানিয়েছে, সম্ভবত বাসটির ব্রেক কাজ করেনি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিয়ন এবং কুরলা বাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি আবাসিক ভবনের সামনে কয়েকটি গাড়িকে চাপা দেয়। এতে এ ঘটনা ঘটে।
জায়েদ আহমেদ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, বাসা থেকে বের হয়ে রেল স্টেশনে যাওয়ার পরই ওই এলাকায় ব্যাপক চিৎকারের শব্দ শুনতে পাই। দৌড়ে এসে দেখি একটি বাস কয়েকটি গাড়িতে ধাক্কা দিয়েছে। যার মধ্যে একটি অটোরিকশা ছিল। আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বাসটি একটি পুলিশের গাড়িকেও ধাক্কা দেয়।
