TadantaChitra.Com | logo

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন পেশায় চিত্রনায়ক জায়েদ খান

প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৪, ১১:০০

নতুন পেশায় চিত্রনায়ক জায়েদ খান

জুলাই-আগস্টে আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে উঠেনি এ নায়কের।

এরপর থেকে যুক্তরাষ্ট্রেই সময় কাটাচ্ছেন আলোচিত এই চিত্রনায়ক। শুরুর দিকে কয়েকটি শোয়ে পারফর্ম করেছেন তিনি। বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন। এরইমধ্যে নতুন খবর জানালেন জায়েদ খান। নতুন পেশায় যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন জায়েদ খান। সংবাদমাধ্যমটির ভিউজ্যুয়ালের একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন এ তারকা। জায়েদ খান বলেন, বিদেশের মাটিতে থেকে দেশের জন্য কাজ করছে ঠিকানা। প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইও জড়িত। তিনিও কাজ করছেন। তাদের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি, এটি আমার জন্য আনন্দের। তিনি আরও বলেন, দর্শকরা আমাকে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখতে পাবেন পর্দায়। এ নিয়ে আমিও অনেক এক্সাইটেড, একইসঙ্গে আবার কিছুটা নার্ভাসও। কেননা, দর্শকরা আমাকে কীভাবে গ্রহণ করবে, সেটি দেখার জন্য অপেক্ষায় আছি।

এদিকে জুলাই-আগস্টে দেশে শিক্ষার্থী ও সাধারণ জনগণের হওয়া আন্দোলনে নিহত হয়েছেন অনেকে। আন্দোলনের একপর্যায়ে সরকার পতন হয়। আর তারপর জায়েদ খানের বিরুদ্ধে মামলা হয়। এ কারণে এখনই দেশে আসা নিরাপদ মনে করছেন না তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় ফিরবেন এ অভিনেতা।

প্রসঙ্গত, ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন জায়েদ খান। মহম্মদ হান্নানের পরিচালনায় সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও ছিলেন চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা শাবনূর।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।