TadantaChitra.Com | logo

৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার কবরে আগুন

প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৪, ০৯:৩৪

সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার কবরে আগুন

লাতাকিয়া প্রদেশে হাফিজ আল-আসাদের আদি জন্মশহরে তার জ্বলন্ত সমাধির পাশে বিদ্রোহী যোদ্ধাদেরকে দাঁড়িয়ে থাকতে গেছে কয়েকটি ছবিতে।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে হাফিজ আল-আসাদের আদি জন্মশহর কারদাহায় বুধবার এ ঘটনা ঘটে। কয়েকটি ছবিতে বিদ্রোহী যোদ্ধাদেরকে হাফিজ আল-আসাদের জ্বলন্ত সমাধির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। কয়েকজন তরুণও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এ দৃশ্য।

আল-জাজিরা জানায়, হাফিজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সিরিয়ার শাসনক্ষমতায় ছিলেন। হাফিজের মৃত্যুর পর শাসনক্ষমতা নিয়েছিলেন তার ছেলে বাশার আল-আসাদ।

সম্প্রতি বিদ্রোহীদের ১২ দিনের ঝড়ো আক্রমণের মুখে পতন হওয়ার আগ পর্যন্ত ২৪ বছর বাশার আল-আসাদ সিরিয়ার ক্ষমতায় ছিলেন। তার বাবা হাফিজ আল-আসাদ জনগণের ওপর কঠোর শাসন জারি রেখেছিলেন। ছেলে বাশার আল-আসাদও বাবার মতোই দেশ শাসনে কঠোর নীতি অনুসরণ করে জনপ্রিয়তা হারিয়েছিলেন।

গত রোববার বিদ্রোহীদের আক্রমণের মুখে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এর মাধ্যমে তার দুই যুগের শাসনামলের অবসান ঘটে।

বিদ্রোহীরা এরই মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্রিয়া শুরু করেছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোহাম্মদ আল-বশিরকে। তিনি বাশার সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম পরিচালিত সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধান ছিলেন।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।