TadantaChitra.Com | logo

২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আবাসন মেলায় হোম লোনে আকর্ষণীয় অফার

প্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:৪৬

আবাসন মেলায় হোম লোনে আকর্ষণীয় অফার

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা। মেলার শেষ দিন আজ শুক্রবার। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

ক্রেতা টানতে আবাসন কোম্পানিগুলো নিয়ে এসেছে নানা ছাড় ও ভ্রমণের সুযোগ। একইভাবে হোম লোনের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এনেছে আকর্ষণীয় সব অফার। আবাসন মেলায় বুকিং দিলেই গ্রাহকরা পাচ্ছেন লোন প্রসেসিং ফি মওকুফসহ নানা অফার।

নিজের একটা বাড়ির স্বপ্ন থাকে সবার। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ব্যাংকগুলো আবাসন মেলায় হাজির হয়েছে আকর্ষণীয় অফার নিয়ে। এবারের রিহ্যাব আবাসন মেলায় হোম লোনে সিটি ব্যাংক দিচ্ছে আকর্ষণীয় অফার। সিটি ব্যাংক মেলায় ৭৫ হাজার পর্যন্ত ক্যাশব্যাক এবং শূন্য শতাংশ লোন প্রসেসিং ফি এ সুবিধা রেখেছে। অর্থাৎ প্রসেসিং ফি লাগবে না গ্রাহকদের। এছাড়া স্পট অ্যাপ্রুভালসহ বিভিন্ন সুবিধা এনেছে তারা। মিজানুর রহমান জানান, পাঁচ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত লোন সুবিধা রয়েছে ১ থেকে ২৫ বছর মেয়াদী।

মেলায় আকর্ষণীয় মুনাফা, সহজ কিস্তি এবং দ্রুত সময়ে লোন প্রসেসিংয়ের ব্যবস্থা রেখেছে ঢাকা ব্যাংক। ব্যাংকটি সর্বোচ্চ ২৫ বছর মেয়াদের লোন দিচ্ছে। সম্পত্তির ৭০ শতাংশ মূল্যের সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা রেখেছে ব্যাংকটি।

বাণিজ্যিক ও আবাসিক স্থাপনা নির্মাণ ক্রয় ও সম্প্রসারণের জন্য লোন নিয়ে এসেছে ইস্টার্ন ব্যাংক। সর্বোচ্চ ২৫ কোটি টাকা পর্যন্ত মেয়াদী ঋণ দেবে ব্যাংকটি। ১২ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ডের সুবিধাসহ আকর্ষণীয় ইন্টারেস্ট রেট দ্রুত লোন প্রসেসিংয়ের ব্যবস্থা রেখেছে তারা।

লোন প্রসেসিং ফি মওকুফসহ নানা সুবিধা নিয়ে এসেছে ট্রাস্ট ব্যাংক। ব্যাংকটি সর্বনিম্ন ৫ লাখ থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা রেখেছে গ্রাহকদের জন্য। একইভাবে নানা সুবিধা নিয়ে এসেছে এনআরবি ব্যাংক।

এবারের মেলায় হোম লোনে নানা সুবিধা নিয়ে এসেছে পূবালী ব্যাংক। ব্যাংকটি জানায় আকর্ষণীয় ও অপরিবর্তনীয় সুদের হার, প্রসেসিং ফি মেয়াদ পূর্তির পূর্বেই সম্পূর্ণ ঋণ পরিশোধের সুবিধা এবং কোনো লুকায়িত চার্জ নেই তাদের।

ব্যাংকের সিনিয়র অফিসার শাহরিয়ার হাসান জানান, গ্রাহকদের আবাসনের স্বপ্ন পূরণে সর্বোচ্চ ২ কোটি টাকা অথবা ক্রয় মূল্যের বা নির্মাণ ব্যয়ের ৭০ শতাংশ পর্যন্ত লোনের ব্যবস্থা রেখেছি আমরা। সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত ডিএসপিওড এবং মেয়াদ ২৫ বছর পর্যন্ত রেখেছি গ্রাহকদের সুবিধার্থে।

নতুন অথবা ব্যবহৃত আবাসিক নির্মাণ সংস্কার ইত্যাদি প্রয়োজনে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত লোন দেবে ডাচ বাংলা ব্যাংক। পাশাপাশি যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে হোম লোন টেক ওভারের সুবিধা রেখেছে ব্যাংকটি। ব্যাংকে থেকে লোন নেওয়া যাবে সিটি করপোরেশন, পৌরসভা উপজেলাসহ যে কোন স্থানে আবাসিক ফ্লাট, বাড়ি ক্রয় অথবা নির্মাণের জন্য।

ব্যাংকের লোন অফিসার দীপা জানান, সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা গ্রাহকদের জন্য। আমাদের হোম লোন সাড়ে ১০ শতাংশ, টেক ওভার ১০ শতাংশ। এছাড়া পার্সোনাল লোন ১১.২৫ শতাংশ, পার্সোনাল লোনের টেকওভার ১০.৭৫ শতাংশ, কার লোন ১১.২৫ শতাংশ ইন্টারেস্টে গ্রাহক লোন নিতে পারবেন।

এবারের মেলা বিষয়ে রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া জানান, বিগত সময়ের তুলনায় এবারের মেলায় ভাল সাড়া পেয়েছি। আবাসনসহ লিংকেজ প্রতিষ্ঠানও ভালো সাড়া পাচ্ছে। আশা করছি আজও আরো ভাল ক্রেতা-দর্শনার্থী পাবো কারণ আজ শেষ এবং সাপ্তাহিক ছুটির দিন। সব কিছু মিলিয়ে আবাসন মেলা সফল এবং আমাদের সংকট কাটাতে সহায়তা করবে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।